২৫ হাজার দর্শকের ধ্বনিতে রোনালদোকে বরণ
প্রকাশিত : ১২:৩৬, ৪ জানুয়ারি ২০২৩
ইউরোপের ক্লাব ফুটবলে টানা ২০ বছর দাপটের সঙ্গে খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ এই তারকা মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন। এখানে নিজের ক্যারিয়ারের দুই দশকের অভিজ্ঞতা ভাগাভাগি করতে চান পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী।
মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে রোনালদোকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয় সৌদি আরবের ক্লাব আল নাসর।
ক্লাবটির মাঠ মরসুল পার্কে এদিন ২৫ হাজার দর্শক ‘রোনালদো, রোনালদো’ ধ্বনি তুলে তাকে বরণ করে নিয়েছে।
এরপরই সংবাদ সম্মেলনে রোনালদো ঘোষণা করলেন, ‘ইউরোপে আমার অভিযান শেষ। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রায় সব ক্লাবেই খেলেছি। এখানে ভালো লাগছে, সৌদি আরবের মানুষ চমৎকার।’
পাঁচবার ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার বলেন, ‘আমার কাছে ইউরোপ, ব্রাজিল ও অস্ট্রেলিয়ার অনেক ক্লাবের প্রস্তাব ছিল। যুক্তরাষ্ট্র ও আমার দেশ পর্তুগালের কয়েকটি ক্লাবও আমাকে চেয়েছিল। কিন্তু আমি আল নাসেরকে কথা দিয়েছিলাম এবং সেটা রাখলাম।’
সিআরসেভেন বলেন, ‘আমি ইউরোপে সব রেকর্ড ভেঙেছি। এখানেও কিছু রেকর্ড ভাঙতে চাই। কোচ চাইলে আমি পরের ম্যাচেই মাঠে নামতে প্রস্তুত।’
আল নাসের ক্লাবে যোগ দিয়ে বাৎসরিক ৭৫ মিলিয়ন ডলার অর্থ পাচ্ছেন রোনালদো। নতুন ঠিকানায়ও প্রিয় ৭ নম্বর জার্সি পাচ্ছেন তিনি।
রোনালদো যোগ দেওয়ার পর থেকে গত কয়েকদিন আল নাসরের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা হু-হু করে বেড়ে গেছে কয়েক লাখ।
পেশাদার ক্যারিয়ারে ৮১৯ গোল করা রোনালদো এখন সৌদি আরবের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় নাম। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে আরও তারকা খেলোয়াড়দের দেশটির ক্লাব ফুটবলে আনার ক্ষেত্রে এটি বড় একটি পদক্ষেপ।
এএইচ